ভাঙ্গা মহিলা কলেজ
ভাঙ্গা মহিলা কলেজ
পোঃ ও থানা: ভাঙ্গা, জেলা: ফরিদপুর | Email: [email protected] | EIIN: 108660
BMC_Logo

ভাঙ্গা মহিলা কলেজ

পোঃ ও থানা: ভাঙ্গা, জেলা: ফরিদপুর | Email: [email protected] | EIIN: 108660
ড. মুহাম্মদ ইউনূস মাননীয়
PRINCIPAL (1)
previous arrowprevious arrow
next arrownext arrow
IMG20230702123828
IMG20230702123821
previous arrowprevious arrow
next arrownext arrow

পদ্মা বিধৌত পাললিক অববাহিকায়  কুমার নদের তীরে  ফরিদপুর জেলার ভাঙ্গা পৌর সদরে উচ্চতর নারী শিক্ষা সম্প্রসারণের লক্ষ্যে
ভাঙ্গার কয়েকজন শিক্ষা অনুরাগী ব্যক্তিবর্গের ঐকান্তিক প্রচেষ্টায় ১৯৯৭ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় ভাঙ্গা মহিলা কলেজ। মানসম্মত শিক্ষা  প্রদানে  অঙ্গীকারবদ্ধ  কলেজটিতে প্রতিষ্ঠা লগ্ন থেকে সেমিস্টার পদ্ধতিতে পাঠদান এবং পরীক্ষা গ্রহণ করা হয়। দক্ষ অধ্যক্ষ ও অধ্যাপকমন্ডলীর ঐকান্তিক প্রচেষ্টায় কলেজটি ধীরে ধীরে ডিগ্রী কলেজে রূপান্তরিত হয়। পাবলিক পরীক্ষার ফলাফল ঈর্ষণীয় হওয়ায় ভাঙ্গা উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে ছাত্রীদের অভিভাবকবৃন্দ উৎসাহ উদ্দীপনা নিয়ে তাদের কন্যা সন্তানদের অত্র কলেজে ভর্তি করেন। লেখাপড়ার পাশাপাশি সংগীত ,নৃত্য, বিতর্ক প্রতিযোগিতা,  নাটক এবং কবিতা আবৃত্তির  মাধ্যমে কলেজটি উপজেলা পর্যায়ে প্রতিবছর সাফল্য অর্জন করে। শিক্ষকদের পরম যত্নে গড়া অত্র কলেজটি ২০০১ সালে প্রাথমিক অনুমতি এবং ২০০২ সালে স্বীকৃতিপ্রাপ্ত এবং এমপিও ভুক্ত হয় ‌। ২০০৪ সালে স্থানীয় অভিভাবকদের দাবির প্রেক্ষিতে কলেজ কর্তৃপক্ষের আন্তরিকতায় উক্ত কলেজটি জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রাথমিক অনুমতি ও স্বীকৃতি লাভ করে। কলেজটি এমপিও ভুক্ত। বর্তমানে এ কলেজে প্রায় ৫০০ছাত্রী অধ্যায়নরতএবং ৩০ জন  অধ্যাপক কর্মরত রয়েছেন। মানসম্মত  শিক্ষা  প্রদান করে  ইতোমধ্যে কলেজটি ফরিদপুর জেলার মধ্যে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হিসেবে সমাদৃত হচ্ছে।

©2023. All rights reserved. Technology Partner Freshosoft